গোল-অ্যাসিস্টে মেসির ঝলক, জয়ে উল্লাসে মায়ামি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৫ এ ৪:৪২ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন, যে মঞ্চেই হোক তিনি সর্বদা আলো ছড়াতে প্রস্তুত। জোড়া গোল ও এক দুর্দান্ত অ্যাসিস্টে তার দল ইন্টার মায়ামি ৩-২ গোলে হারিয়েছে ডিসি ইউনাইটেডকে। এই জয়ে মেজর লিগ সকারের (এমএলএস) শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল মায়ামি।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্স উপহার দেয় মায়ামি। শেষ দিকে ডিসি ইউনাইটেড ম্যাচে নাটকীয়তা আনার চেষ্টা করলেও তা সফল হয়নি। মেসির পাশাপাশি তাদেও আলেন্দে একটি গোল করেন। প্রতিপক্ষের হয়ে ক্রিশ্চিয়ান বেনটেকে ও জ্যাকব মারেল গোল করলেও জয়ের দেখা পায়নি দলটি।

ম্যাচের ৩৫ মিনিটে মেসির নিখুঁত উঁচু পাস থেকে ঠান্ডা মাথায় গোল করেন তাদেও আলেন্দে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সাবেক বেলজিয়ান স্ট্রাইকার ক্রিশ্চিয়ান বেনটেকে ডিসি ইউনাইটেডকে সমতায় ফেরান। এখানেই শুরু হয় মেসি জাদু।

৬৬ মিনিটে জর্দি আলবার পাস দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন মেসি। এরপর বক্সের বাইরে থেকে বাঁ পায়ের অসাধারণ শটে দ্বিতীয় গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে দেন এই তারকা। ইনজুরি টাইমে জ্যাকব মারেল একটি গোল করলেও তা শুধু ব্যবধান কমাতেই সক্ষম হয়।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ভাসে ইন্টার মায়ামির খেলোয়াড় ও সমর্থকরা। এমএলএসে দলটির ধারাবাহিক সাফল্যে মেসির অবদান আবারও স্পষ্ট হয়ে ওঠে।