এশিয়া কাপে ফখর জামানের আউট নিয়ে বিতর্ক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৫ এ ৯:১৪ এএম
বিতর্কিত আউটের ঘটনায় অসন্তুষ্ট ফখর জামান। ছবি:সংগৃহীত

বিতর্কিত আউটের ঘটনায় অসন্তুষ্ট ফখর জামান। ছবি:সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে ফখর জামানকে আউট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থামছেই না। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি সরাসরি আম্পায়ারের সততার প্রশ্ন তুলেছেন এবং আইপিএলের প্রসঙ্গ টেনে এনে মন্তব্য করেছেন, আম্পায়ার হয়তো ভবিষ্যতে আইপিএলে দায়িত্ব পাওয়ার জন্য ভারতের পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন।

ম্যাচে হার্দিক পান্ডিয়ার বলে উইকেটকিপার সাঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দেন ফখর জামান। তবে রিপ্লেতে দেখা যায় বলটি হয়তো মাটিতে লেগে গ্লাভসে গিয়েছে। তবুও তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন। ফখর ফেরার সময়ও অসন্তোষ প্রকাশ করেন।

আফ্রিদি এক টিভি অনুষ্ঠানে বলেন, “তাদের তো আইপিএলেও আম্পায়ারিং করতে হবে।” তার মতে, ফখরের উইকেট ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্যানেলে উপস্থিত আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফও আফ্রিদির সঙ্গে একমত প্রকাশ করেন। তিনি বলেন, “সব দিক থেকে রিপ্লে দেখা হয়নি। ফখর তখন ভালো খেলছিল এবং ভারতের বোলারদের সামলাতে শুরু করেছিল।”

সাবেক পেসার শোয়েব আখতারও সিদ্ধান্তকে ভুল বলেছেন। তার বক্তব্য, “২৬টি ক্যামেরা থাকা সত্ত্বেও মাত্র দুটি অ্যাঙ্গেল দেখা হয়েছে। যদি ফখর টিকে যেত, ম্যাচের মোড় ঘুরতে পারত।”

এদিকে পাকিস্তান দলের ম্যানেজার নাভেদ আকরাম চিমা আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন ম্যাচ রেফারির কাছে। তাদের দাবি, টিভি আম্পায়ার সব দিক থেকে রিপ্লে পর্যালোচনা করেননি। ফলস্বরূপ পাকিস্তান গুরুত্বপূর্ণ ক্ষতির মুখে পড়ে। ফখর ৯ বলে ১৫ রান করে ফেরেন এবং ডাগআউটে গিয়ে কোচ মাইক হেসনের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন।