ইসলামিক গেমসে বাংলাদেশের ইকরার ব্রোঞ্জ জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৯ নভেম্বর, ২০২৫ এ ৪:২১ এএম
ইসলামিক গেমসে বাংলাদেশের গর্ব, ব্রোঞ্জ জিতলেন মারজিয়া আক্তার ইকরা। ছবি: সংগৃহীত

ইসলামিক গেমসে বাংলাদেশের গর্ব, ব্রোঞ্জ জিতলেন মারজিয়া আক্তার ইকরা। ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে গৌরব ছড়ালেন বাংলাদেশের তরুণ ভারোত্তোলক মারজিয়া আক্তার ইকরা। নারীদের ৫৩ কেজি ওজন শ্রেণিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে তিনি অর্জন করেছেন ব্রোঞ্জ পদক।

ইকরা মোট ১৬৩ কেজি ওজন তুলেছেন—স্ন্যাচে ৭২ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ৯২ কেজি। তার এই চেষ্টাই তাকে নিয়ে গেছে podium-এ, যা বাংলাদেশের জন্য এবারের গেমসে প্রথম পদক।

এই শ্রেণিতে অংশ নিয়েছিলেন মোট আটজন প্রতিযোগী। তুরস্কের কানসেল সর্বোচ্চ ১৮৮ কেজি তুলে স্বর্ণ জেতেন, আর ইন্দোনেশিয়ার বাসলিলা ১৭৪ কেজি তুলে জেতেন রৌপ্য পদক। আজারবাইজানের সেইজান ইকরার চেয়ে চার কেজি কম তুলে চতুর্থ স্থানে থাকেন।

তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠিত গত আসরে বাংলাদেশের পদক এসেছিল আর্চারিতে। কিন্তু এবারের ইসলামিক গেমসে আর্চারি ও শ্যুটিং ইভেন্ট না থাকায় বাংলাদেশের পদক পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম ছিল। সেই পরিস্থিতিতে ইকরার ব্রোঞ্জ জয় যেন এক অনাকাঙ্ক্ষিত আনন্দবার্তা এনে দিয়েছে দেশের ক্রীড়াঙ্গনে।

আজকের দিনেই বাংলাদেশের আরও দুই ভারোত্তোলক মাঠে নেমেছিলেন। ৪৮ কেজি শ্রেণিতে বৃষ্টি পঞ্চম স্থান অর্জন করেন, আর ৬০ কেজি শ্রেণিতে আশিকুর রহমান তাজ ষষ্ঠ হন। আগামীকাল রোববার মঞ্চে উঠবেন এসএ গেমসে দুইবারের স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত, যার দিকে এখন তাকিয়ে পুরো বাংলাদেশ।