আর্থিক সংকটে সদস্যদের সহায়তা চাইল মোহামেডান স্পোর্টিং ক্লাব


ঐতিহ্যবাহী মোহামেডানের আর্থিক দুরবস্থা। ছবি : সংগৃহীত
দেশের ক্রীড়া ইতিহাসের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মোহামেডান স্পোর্টিং ক্লাব বর্তমানে গভীর আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এক সময় যারা মতিঝিলের ক্লাব টেন্ট ভেঙে বহুতল ভবন নির্মাণের স্বপ্ন দেখেছিল, আজ সেই ক্লাবকেই বেঁচে থাকার সংগ্রামে নেমে স্থায়ী সদস্যদের দ্বারস্থ হতে হয়েছে।
ক্লাবের ফুটবল টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, স্থায়ী সদস্যদের নিকট আর্থিক সহায়তার আবেদন জানিয়ে সম্প্রতি একটি চিঠি প্রদান করেন কমিটির সদস্য ইমতিয়াজ সুলতান জনি। ৬ আগস্ট ইস্যুকৃত ওই চিঠিতে জানানো হয়, বর্তমানে ২০২৫-২৬ মৌসুমের ফুটবল দলবদল প্রক্রিয়া চলছে, যেখানে দেশি-বিদেশি খেলোয়াড়দের অন্তর্ভুক্তির জন্য আলোচনা চলছে। তবে ১৫ আগস্ট দলবদলের শেষ তারিখের মধ্যে প্রয়োজনীয় অর্থের সংস্থান না হলে দলগঠন অনিশ্চিত হয়ে পড়বে।
চিঠিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দেশের সার্বিক পরিস্থিতির কারণে ক্লাবটি আকস্মিক আর্থিক সংকটে পড়েছে। দৈনন্দিন কার্যক্রম কোনোভাবে চললেও খেলোয়াড় চুক্তি ও পাওনা পরিশোধের জন্য চলতি মাসেই প্রায় দুই কোটি টাকার প্রয়োজন। এই অর্থের সংস্থান না হলে দলগঠন এবং প্রশিক্ষণ ক্যাম্প শুরুর কাজ অনিশ্চয়তার মুখে পড়বে।
মোহামেডান কর্তৃপক্ষ চিঠিতে আরও উল্লেখ করেছে, “আমাদের গৌরবময় ঐতিহ্য ধরে রাখতে এবং ক্লাবের সুনাম রক্ষায় আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য।” ১৪ আগস্টের মধ্যে প্রয়োজনীয় অর্থ অগ্রিম প্রদান করার আহ্বান জানানো হয়েছে, যাতে দেশি ও বিদেশি খেলোয়াড়দের চুক্তি সম্পাদন এবং প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।
এক সময় দেশের ফুটবল অঙ্গনে আধিপত্য বিস্তারকারী মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই আর্থিক সংকট ক্রীড়াপ্রেমীদের মনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।