আর্জেন্টিনা দলে ফেরার অপেক্ষায় পাওলো দিবালা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট, ২০২৫ এ ১১:১৯ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দীর্ঘ ইনজুরি-সংঘাত কাটিয়ে অবশেষে মাঠে ফিরেছেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড পাওলো দিবালা। গত মার্চে কাগলিয়ারির বিপক্ষে খেলতে নেমে বাম পায়ের সেমিটেন্ডিনোসাস টেন্ডনে গুরুতর চোট পান তিনি। ভয়াবহ সেই ইনজুরির কারণে গত মৌসুমের শেষভাগে তাকে দর্শক হিসেবেই সময় কাটাতে হয়।


চোট থেকে সেরে উঠে এখন নিয়মিতভাবে দলের অনুশীলনে ফিরেছেন দিবালা। সিরি আ’র নতুন মৌসুমের প্রথম ম্যাচেই তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে। ফলে রোমার পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় দলের সমর্থকদের জন্যও এটি নিঃসন্দেহে বড় সুখবর।


ফিটনেসের ঘাটতির কারণে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে সর্বশেষ ম্যাচগুলোতে তাকে স্কোয়াডে রাখা হয়নি। তবে বর্তমানে পুরোপুরি ফিট হয়ে ওঠায় আগামী অক্টোবরে ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের দলে তাকে দেখা যেতে পারে। যদিও প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।


গত মৌসুম ইনজুরির কারণে ভালো কাটেনি দিবালার। তাকে ছাড়া রোমা সিরি আ’তে পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করে এবং ইউরোপা লিগে খেলার সুযোগ পায়। সবশেষ মৌসুমে দিবালা ৩৬ ম্যাচে ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট করেছিলেন।
২০২২ সালে রোমায় যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১১৩ ম্যাচে মাঠে নেমেছেন দিবালা। এ সময়ে তিনি করেছেন ৪২টি গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ২২টি গোল।