আইপিএলে মোস্তাফিজকে বয়কটের ডাক, কী বলছে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১ জানুয়ারী, ২০২৬ এ ৪:৫১ পিএম
মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

আগামী মার্চে শুরু হতে যাওয়া আইপিএল ২০২৬ আসরে মোস্তাফিজুর রহমানের অংশগ্রহণ ঘিরে সম্প্রতি অনিশ্চয়তা তৈরি হয়। ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্ক কিছুটা টানাপোড়েনপূর্ণ হওয়ায় মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের কয়েকজন ধর্মীয় নেতা তাঁর খেলাকে কেন্দ্র করে আপত্তি তোলেন।

উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ একটি ভারতীয় গণমাধ্যমকে বলেন, বাংলাদেশি খেলোয়াড় মাঠে নামলে ‘তপস্বী যোদ্ধারা’ মাঠে ঢুকে ভাঙচুর করতে পারে। এ বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা নাইট রাইডার্সকে বয়কটের ডাকও দেওয়া হয়।

এই পরিস্থিতিতে ক্রিকেট মহলে উদ্বেগ তৈরি হলেও বিসিসিআই বিষয়টি পরিষ্কার করেছে। সংস্থাটির এক কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বলেন, বিষয়টি তারা সংবেদনশীল হিসেবে দেখছে এবং সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তবে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার বিষয়ে এখনো কোনো সরকারি নির্দেশনা আসেনি।

ওই কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশ ভারতের শত্রু দেশ নয় এবং আইপিএল একটি ক্রীড়া প্রতিযোগিতা। তাই মোস্তাফিজুর রহমানের আইপিএলে খেলার ক্ষেত্রে কোনো বাধা নেই। বিসিসিআইয়ের এই অবস্থান কলকাতা নাইট রাইডার্সসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে স্বস্তি দিয়েছে।

৩৪ বছর বয়সী মোস্তাফিজ এর আগেও আইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেছেন। তাঁর কাটার ও ডেথ ওভারের বোলিং আইপিএলের মতো প্রতিযোগিতায় বিশেষ গুরুত্ব পায়। সে কারণেই তাঁকে বড় অঙ্কে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

বয়কটের ডাক ও সহিংসতার হুমকি নিয়ে আলোচনা থাকলেও বিসিসিআইয়ের অবস্থান স্পষ্ট—আইপিএল রাজনীতি নয়, ক্রীড়ার মঞ্চ। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়েই আইপিএল ২০২৬-এ মাঠে নামবেন মোস্তাফিজুর রহমান।