ভার্জিনিয়ায় গুগলের নতুন ডেটা সেন্টার প্রকল্প - বিনিয়োগ ৯০০ কোটি ডলার

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
২৮ আগস্ট, ২০২৫ এ ৮:৫৬ এএম
বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। ছবি সংগৃহীত

বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। ছবি সংগৃহীত

বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় প্রায় ৯০০ কোটি ডলার বিনিয়োগ করা হবে। মূলত ক্লাউড সেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে এ অর্থ ব্যয় করা হবে। পরিকল্পনার অংশ হিসেবে ভার্জিনিয়ার চেস্টারফিল্ড কাউন্টিতে একটি নতুন ডেটা সেন্টার স্থাপন করছে প্রতিষ্ঠানটি।

এ বিনিয়োগের ফলে জ্বালানি চাহিদা মেটাতে স্থানীয় অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করছে গুগল। তারা বিদ্যুৎ সাশ্রয়ী কর্মসূচি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই অবকাঠামো গড়ে তুলতে চায়।

শুধু প্রযুক্তি উন্নয়ন নয়, মানবসম্পদ বিকাশেও বিশেষ উদ্যোগ নিয়েছে গুগল। ভার্জিনিয়ার শিক্ষার্থীদের জন্য চালু করা হচ্ছে বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও চাকরিমুখী প্রশিক্ষণ কর্মসূচি। এ ছাড়া ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়, ব্রাইটপয়েন্ট কমিউনিটি কলেজ এবং নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটি কলেজ “এআই ফর এডুকেশন অ্যাকসেলারেটর” প্রকল্পের প্রথম ধাপে যুক্ত হয়েছে।

অন্যদিকে, “Virginia Has Jobs” উদ্যোগের মাধ্যমে যেকোনো ভার্জিনিয়াবাসী এআই ক্যারিয়ার লঞ্চ প্যাডে অংশগ্রহণের সুযোগ পাবেন। এ কর্মসূচি নতুন প্রজন্মকে বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।

গুগলের মতে, এই বিনিয়োগ শুধু ভার্জিনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে না, বরং সমগ্র যুক্তরাষ্ট্রকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বৈশ্বিক নেতৃত্ব ধরে রাখতে সহায়তা করবে। প্রতিষ্ঠানটির দাবি, এটি আমেরিকান উদ্ভাবনের এক বিশেষ অধ্যায় হিসেবে ইতিহাসে স্থান করে নেবে।