সন্ত্রাসী রাজনীতির সূচনা করেছিল আ. লীগ

২৮ অক্টোবরের ঘটনার বিচারের দাবি জামায়াত আমিরের

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৫ এ ৩:৪৫ এএম
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা দেশে সন্ত্রাসী রাজনীতির সূচনা করেছিল। ছবি: সংগৃহীত

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা দেশে সন্ত্রাসী রাজনীতির সূচনা করেছিল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার ধারাবাহিকতায় দেশে সন্ত্রাসী রাজনীতির সূচনা হয়েছিল। তিনি দাবি করেন, ওই সময় থেকেই গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। রোববার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ২০০৬ সালের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সারাদেশে লগি–বৈঠা নিয়ে হামলা চালায়। বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামীর জনসভাস্থলে হামলার ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটে এবং শতাধিক ব্যক্তি আহত হন বলে তিনি দাবি করেন।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ২৮ অক্টোবরের ওই হামলা ছিল পূর্বপরিকল্পিত এবং তা দেশের রাজনীতিকে সহিংসতার দিকে নিয়ে যায়। তিনি অভিযোগ করেন, নিহতদের বিষয়ে দায়ের করা মামলা পরবর্তীতে বাতিল করে বিচার বন্ধ করে দেওয়া হয়। এতে বিচার না হওয়ার সংস্কৃতি তৈরি হয়, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।

ডা. শফিকুর রহমান বলেন, গত ৫ আগস্টের গণআন্দোলনের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পরিবর্তিত প্রেক্ষাপটে ২৮ অক্টোবরের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনা হবে। এ বিষয়ে দায়েরকৃত মামলাগুলো পুনরায় সচল করার দাবি জানান তিনি।

তিনি নিহতদের শহীদ হিসেবে উল্লেখ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত ও পঙ্গু ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এ ছাড়া ২৮ অক্টোবর উপলক্ষে সারা দেশে দোয়া ও আলোচনা সভা আয়োজনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।