শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ও নিন্দা


জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় তিনি এই দুঃখজনক ঘটনার কথা উল্লেখ করেন। শোকবার্তায় তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের সাহসী সেনাসদস্যরা যে আত্মত্যাগ করেছেন, জাতি তা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
ডা. শফিকুর রহমান নিহত শান্তিরক্ষীদের ‘বীর শহীদ’ হিসেবে উল্লেখ করে বলেন, সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ছয়জন শান্তিরক্ষীর শাহাদাত এবং আটজনের আহত হওয়ার খবরে তিনি গভীরভাবে মর্মাহত।
তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত শান্তিরক্ষীদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন তিনি।
জামায়াত আমির এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিশ্বশান্তি রক্ষায় নিয়োজিত শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করা জরুরি।
তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ তাআলা যেন শহীদদের শাহাদাত কবুল করেন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করেন। একই সঙ্গে এমন বর্বর হামলা যেন আর না ঘটে—সে বিষয়ে বিশ্ববাসীর সম্মিলিত উদ্যোগ কামনা করেন তিনি।










