ভারতের অর্থে ঝটিকা মিছিল করছে আ.লীগ-ছাত্রলীগ-শিবির সভাপতি


কুমিল্লায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।ছবি: সংগৃহীত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অভিযোগ করেছেন, ভারতের অর্থায়নে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় গোপনে ঝটিকা মিছিল করছে। তিনি বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বিপুল অর্থ সহায়তা পেয়ে তারা প্রশাসনের কিছু অংশকেও নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ও অনভিপ্রেত।
মঙ্গলবার (৭ অক্টোবর) কুমিল্লা নগরীর ইবনে তাইমিয়া স্কুলের অডিটোরিয়ামে কুমিল্লা মহানগর ছাত্রশিবির আয়োজিত “ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম” ও “সিরাত পাঠ প্রতিযোগিতা”র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের শাহাদাত বাংলাদেশের ইতিহাসে ছাত্র নির্যাতনের এক নির্মম অধ্যায় উন্মোচন করেছে। তার মৃত্যুর মধ্য দিয়ে দেশের মানুষ উপলব্ধি করেছে, বিদেশি প্রভাব কিভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ ব্যবস্থায় গভীরভাবে প্রবেশ করেছে। আবরারের আত্মত্যাগ তরুণ প্রজন্মকে নতুন চেতনায় জাগিয়ে তুলেছে।
তিনি আরও বলেন, যারা জুলাই-আগস্ট আন্দোলনের সময় শিক্ষার্থী, সাংবাদিক ও সাধারণ নাগরিকসহ প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করেছে, তারা এখনো কোনো অনুশোচনা প্রকাশ করেনি। তাদের পুনরায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। আহত ও শহীদ পরিবারের প্রতি আমরা সংহতি জানাই এবং সরকারের প্রতি আহ্বান জানাই— আইনশৃঙ্খলা রক্ষায় আরও সতর্কতা ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হোক।
শিবির সভাপতি আরও বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত হত্যাযজ্ঞের বিচার দ্রুত সম্পন্ন হওয়া জরুরি। বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হলে জনগণের আস্থা ক্ষুণ্ণ হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার দ্রুত ও স্বচ্ছভাবে শেষ করতে হবে।