বিসিএস সংস্কার দাবিতে প্রধান উপদেষ্টার কাছে এনসিপির ৪ দফা প্রস্তাব


যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক। ছবি: সংগৃহীত
বিসিএস নিয়োগব্যবস্থায় জরুরি সংস্কারের দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চার দফা দাবি উপস্থাপন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২২ অক্টোবর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির প্রতিনিধিদল। আলোচনায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি বিসিএস চাকরি প্রত্যাশীদের দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলোও গুরুত্ব পায়।
দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) (সংশোধন) বিধিমালা, ২০২৫’ এর গেজেট প্রকাশ দ্রুত নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে সংশোধন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা জরুরি, যাতে নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়া অধিক কার্যকর হয়।
এছাড়া ৪৪তম থেকে ৪৭তম বিসিএস পর্যন্ত চলমান পর্বগুলোতে সর্বোচ্চ সংখ্যক নন-ক্যাডার নিয়োগের ধারা বজায় রাখতে এবং ৪৪তম বিসিএস পুনর্মূল্যায়ন গেজেট দ্রুত প্রকাশের দাবিও জানায় এনসিপি। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীদের যথাযথ অধিযাচিত পদে দ্রুত সুপারিশ চূড়ান্ত করার আহ্বান জানানো হয়।
এনসিপি জানায়, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি তারুণ্যনির্ভর রাজনৈতিক দল হিসেবে তারা ন্যায্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে একটি পরীক্ষার্থীবান্ধব সরকারি নিয়োগব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে। দলটি স্পষ্ট করে জানায়, বিসিএস চাকরি প্রত্যাশীদের সকল যৌক্তিক দাবির প্রতি তাদের সমর্থন সবসময়ই ছিল, ভবিষ্যতেও থাকবে।










