বিএনপির ওপর দায় চাপানো নোংরা অপরাজনীতি; সালাহ উদ্দিন আহমদ


ছবি সংগৃহীত
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে হত্যার ঘটনায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অভিযুক্ত নেতাদের আজীবন বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিচ্ছিন্ন এ ঘটনার দায় বিএনপির ওপর চাপানো ‘নোংরা ও অপরাজনীতি’।
শুক্রবার (১১ জুলাই) রাতে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন বলেন, “মিটফোর্ডের ঘটনায় আমরা সিরিয়াস ব্যবস্থা নিয়েছি। এরপরও বিএনপির ওপর দায় চাপানো মানে অপরাজনীতি ও নোংরা রাজনীতির চর্চা। বিএনপি কখনো কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না।”
তিনি আরও জানান, দলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুযায়ী ইতোমধ্যেই হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। “সোহাগ হত্যার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।”
অভিযুক্তদের বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা
ব্যবসায়ী হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহজলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এক যৌথ বিবৃতিতে জানান, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় দল বহন করবে না। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিকভাবে সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, স্বেচ্ছাসেবক দলও পৃথকভাবে আরও দুইজন নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার করেছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে আহ্বান
বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় সহায়তার ঘোষণা দিয়ে বলা হয়েছে, “এই ঘটনায় কোনো শৈথিল্য চলবে না। দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানানো হয়েছে।”
আজকের প্রথা/এআলএ