বাংলাদেশ অর্থনীতি নিয়ে জামায়াত–বিশ্ব ব্যাংকের মতবিনিময়


জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করছেন বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল।। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিশ্ব ব্যাংকের ঢাকার আঞ্চলিক অফিসের পরিচালক মি. জঁ ডেনিস পেসমের নেতৃত্বে আগত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বসুন্ধরায় অবস্থিত জামায়াত আমিরের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা বাংলাদেশের আর্থিক খাত, উন্নয়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তৃত মতবিনিময় করেন।
বৈঠকে বিশ্ব ব্যাংক পরিচালক জঁ ডেনিস পেসমের সঙ্গে ছিলেন সংস্থাটির ঢাকা ডিভিশনের অর্থ উপদেষ্টা মেহরিন এ. মাহবুব এবং অপারেশন ম্যানেজার এমএস গায়েল মার্টিন। তারা বাংলাদেশের অর্থব্যবস্থা, কর প্রশাসন, সামাজিক উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অবকাঠামোগত সম্ভাবনা নিয়ে জামায়াত নেতাদের মতামত জানতে আগ্রহ প্রকাশ করেন।
জামায়াতের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মিজানুর রহমান, সাবেক সিনিয়র সচিব মুহাম্মাদ সফিউল্লাহ এবং দলের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান। তারা দেশের বিদ্যমান আর্থিক পরিস্থিতি, অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা এবং সামাজিক খাতের চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন।
বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতের স্থিতিশীলতা, রাজস্ব কাঠামোর আধুনিকায়ন, দারিদ্র্য হ্রাস এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই নীতিগত সহযোগিতা এবং উন্নয়ন সংলাপ আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করে।
আলোচনার মাধ্যমে দেশের উন্নয়নধারা ও আর্থসামাজিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ বিনিময় করা হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে এই সংলাপ ভবিষ্যতে আরও ফলপ্রসূ সহযোগিতার পথ তৈরি করবে।










