পার্থের হাতে নগদ ৭৬ লাখ, স্বর্ণ ১০০ ভরি: হলফনামায় সম্পদের হিসাব


ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের নিজের কেনা কোনো বাড়ি বা জমি নেই। রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও ব্যবসায়ী হিসেবে পরিচিত এই নেতা পৈতৃক সম্পত্তির একটি অংশের মালিক হলেও ব্যক্তিগতভাবে স্থাবর সম্পদে বড় কোনো বিনিয়োগ নেই বলে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা ও আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের হাতে নগদ অর্থ রয়েছে ৭৬ লাখ ৪৯ হাজার ৩৮৯ টাকা। তার নামে স্বর্ণালংকার রয়েছে ১০০ ভরি। পাশাপাশি তার স্ত্রী শেখ সায়রা শারমিনের নামে নগদ অর্থ রয়েছে ২৬ হাজার ২৯৫ টাকা এবং স্বর্ণালংকারের পরিমাণ ৬০ ভরি।
হলফনামায় দেখা যায়, পার্থের ব্যাংকে জমা আমানতের পরিমাণ ৬৫ লাখ ৫৯ হাজার ১৭৯ টাকা। অন্যদিকে তার স্ত্রীর নামে ব্যাংকে রয়েছে ১০ লাখ ৪৮ হাজার ৭০৫ টাকা। কোনো সঞ্চয়পত্র বা অনুরূপ বিনিয়োগ তার নামে নেই বলেও নথিতে উল্লেখ করা হয়েছে।
স্থাবর সম্পদের ক্ষেত্রে পার্থ পৈতৃক সূত্রে পাওয়া ১৩ দশমিক ২৯ শতাংশ জমির এক-তৃতীয়াংশের মালিক। এছাড়া তার নামে ৪ দশমিক ৪৩ শতাংশ অকৃষি জমির তথ্য উল্লেখ করা হলেও এর আর্থিক মূল্য নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। সব মিলিয়ে টাকার অংকে তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২ কোটি ২৩ লাখ ৪১ হাজার ৫০ টাকা। তার স্ত্রীর নামে মোট সম্পদের পরিমাণ ১০ লাখ ৭৫ হাজার টাকা।
আয়ের খাতে হলফনামায় বলা হয়েছে, আন্দালিব রহমান পার্থের বার্ষিক আয় ৪১ লাখ ৪১ হাজার ৪৫২ টাকা। এর মধ্যে আইন পেশা থেকে আয় ৩৩ লাখ ৮৯ হাজার ৩৪৫ টাকা এবং ব্যবসা থেকে আয় ৭ লাখ ৫২ হাজার ১০৭ টাকা। বছরে তার মোট ব্যয় দেখানো হয়েছে ৩৭ লাখ ১৮ হাজার ৭৪৬ টাকা।
হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, তার নামে ‘আন্দালিব রহমান ফার্ম অ্যান্ড ফিশারিজ’-এ জমা রয়েছে ৩৭ লাখ ৫শ টাকা। পাশাপাশি ‘ব্রিটিশ স্কুল অব ল’-এর নামে ব্যাংকে জমা রয়েছে ১ লাখ ৫৮ হাজার ১৯২ টাকা। অস্ত্রের বিবরণে একটি এনপিবি রিভলবার এবং একটি ২২ বোর রাইফেলের তথ্যও উল্লেখ করা হয়েছে।
রাজনৈতিক জীবনের প্রেক্ষাপটে হলফনামায় তার বিরুদ্ধে মোট আটটি মামলা থাকার কথাও জানানো হয়েছে। উল্লেখ্য, ২০০৮ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন আন্দালিব রহমান পার্থ। আসন্ন নির্বাচনে তিনি ভোলা-১ আসন থেকে দ্বিতীয়বারের মতো প্রার্থী হয়েছেন।










