জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফল

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
২ আগস্ট, ২০২৫ এ ৮:১৩ এএম
জামায়াত আমির ডা. শফিকুর রহমান।  ছবি : সংগৃহীত

জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তার চিকিৎসার নেতৃত্বে ছিলেন দেশবরেণ্য হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির।

শনিবার (২ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর একটি শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারি সফলভাবে শেষ হয়। এর আগে সকাল ৭টায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

অস্ত্রোপচারের পর ডা. জাহাঙ্গীর কবির জানান, “সবকিছু ভালোভাবে হয়েছে। সাত দিনের মধ্যেই তিনি বাড়ি ফিরতে পারবেন বলে আশা করছি।”

প্রসঙ্গত, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। সঙ্গে সঙ্গে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সেদিন প্রাথমিক পরীক্ষায় গুরুতর কিছু ধরা না পড়লেও পরবর্তী পরীক্ষায় তার হৃদপিণ্ডে পাঁচটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে তিনটি ছিল মারাত্মক ও দুটি প্রায় ৫০ শতাংশ ব্লক ছিল।

চিকিৎসকেরা প্রথমে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিলেও তিনি নিজ দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, “দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতেই আমি এ সিদ্ধান্ত নিয়েছি।”

জনগণের জন্য ইতিবাচক বার্তা দিয়ে তিনি দেখিয়ে দিলেন, দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত ও আস্থার যোগ্য।