একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমাদের ঐক্য অটুট: নাহিদ


বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
নাহিদ ইসলাম বলেন, সামনের বাংলাদেশে বিজয় আসবে এবং সেই বিজয় হবে জনগণের। তিনি জানান, ১৯৭১ সালে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার প্রত্যাশায় বাংলাদেশের অভ্যুদয় হলেও স্বাধীনতার পর সেই লক্ষ্য পূরণ হয়নি।
তিনি বলেন, “আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেলেও সাম্য ও মানবিক মর্যাদা পাইনি। বরং দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল।” এই অবস্থা থেকে উত্তরণে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, পতিত শক্তিগুলো এখনো বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।
তিনি আরও বলেন, “আমাদের নিজেদের নিরাপত্তা আমাদেরই নিশ্চিত করতে হবে। শুধু সরকারের ওপর নির্ভর করে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।” এ জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ভোট ও রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে নাহিদ বলেন, এনসিপির প্রার্থীরা গণভোটের প্রার্থী হিসেবে জনগণের কাছে যাবে। এর মাধ্যমে সংস্কারের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ভবিষ্যতমুখী রাজনীতি প্রতিষ্ঠার জন্য তরুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার মূল চেতনা পুনঃপ্রতিষ্ঠার জন্য ঐক্যই একমাত্র পথ। জনগণের অংশগ্রহণ ও তরুণদের নেতৃত্বে একটি ন্যায্য ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।










