বাস্তুতন্ত্র রক্ষায় গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরলেন তারেক রহমান


চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রাণী ও প্রাণের মিলন মেলায় ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি:সংগৃহীত
রাষ্ট্রে গণতন্ত্র ও শুদ্ধাচার প্রতিষ্ঠিত থাকলে বাস্তুতন্ত্রও নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র যেমন অপরিহার্য, তেমনি প্রাণীকুলের সুরক্ষা ও জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রেও বাস্তুতন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
শনিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত "প্রাণী ও প্রাণের মিলন মেলা"য় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দিনব্যাপী এই ব্যতিক্রমী আয়োজন করে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে প্রাণী প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৪০ প্রজাতির পশু-পাখি প্রদর্শিত হয়।
তারেক রহমান বলেন, মানবসভ্যতার বিকাশে প্রতিটি প্রাণীর অবদান অনস্বীকার্য। ডেঙ্গু নিয়ন্ত্রণে যেমন ব্যাঙের ভূমিকা অপরিহার্য, তেমনি জীববৈচিত্র্য রক্ষায় প্রতিটি প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করা মানুষের দায়িত্ব। তিনি সতর্ক করেন, বাংলাদেশের রয়েল বেঙ্গল টাইগার, হাতি ও আরও অনেক প্রজাতি বিলুপ্তির পথে চলে যাচ্ছে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, বন উজাড় ও নগরায়নের কারণে প্রাণী ও বাস্তুতন্ত্রের অস্তিত্ব সংকটে পড়েছে। আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, দেশে ১,৬০০ প্রজাতির মধ্যে প্রায় ৩৯০টি বিলুপ্তির মুখে। এ বাস্তবতায় বিদ্যমান আইনগুলো সময়োপযোগী করার পাশাপাশি নতুন উদ্যোগ নিতে হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, শুধু মানবিক কারণেই নয়, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও প্রাণীজগতকে রক্ষা করা জরুরি। পবিত্র কুরআনে প্রাণীদের গুরুত্ব সম্পর্কে বিশেষভাবে উল্লেখ রয়েছে। তাই সামাজিক, নৈতিক, পরিবেশগত ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে প্রাণী সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রাণীকূলকে রক্ষা করতে হবে। যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ অন্য বক্তারাও প্রাণী ও পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।