বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সবার অর্জন: জামায়াত নেতা


ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ। ছবি:সংগৃহীত
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ আমাদের অর্জন। তিনি জানান, এ কথাই বারবার বলা হয়েছে এবং স্বাধীন বাংলাদেশকে মেনেই সব রাজনৈতিক দল রাজনীতি করছে, জামায়াতও এর ব্যতিক্রম নয়।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, "আমরা বাংলাদেশের আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া মেনেই রাজনীতি করছি। মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা, তাই এখানে পেছনে ফেরার কোনো সুযোগ নেই।"
তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করে জাতীয় নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে। সেই সঙ্গে তিনি ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের দাবি জানান। আযাদ বলেন, "আমরা চাই আগামী নির্বাচন হোক ইতিহাসের সেরা ও গ্রহণযোগ্য নির্বাচন। এ জন্য জুলাই সনদের আইনি ভিত্তি অত্যাবশ্যক।"
জুলাই সনদ প্রসঙ্গে তিনি জানান, আইনি প্রক্রিয়ায় এটিকে রাষ্ট্রীয় দলিল হিসেবে স্বীকৃতি দিতে হবে। তা না হলে এটি কেবল একটি কাগুজে ঘোষণা হয়েই থাকবে। "যদি আইনি শক্তি দেওয়া হয়, তাহলে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে—যেখানে থাকবে সুশাসন, গণতন্ত্র, জবাবদিহিতা ও জনকল্যাণ," বলেন তিনি।
তিনি আরও প্রস্তাব দেন, সংবিধানের অনুচ্ছেদ ৭-এর ভিত্তিতে সাংবিধানিক আদেশ জারি করা হলে তা হবে সবচেয়ে শক্তিশালী। প্রয়োজনে রেফারেন্ডামের মাধ্যমে এটিকে আরও বলিষ্ঠ করা যেতে পারে, যাতে ভবিষ্যতে কোনোভাবেই চ্যালেঞ্জ করা না যায়।