ফেব্রুয়ারিতে নিশ্চিত নির্বাচন: মির্জা ফখরুলের ঘোষণা


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । ছবি : সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টাও নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে দেশের শত্রুরা পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, যা সবাইকে মিলে প্রতিরোধ করতে হবে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-তে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে আলাপকালে তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হবে। তবে জনগণের মধ্যে যে অবিশ্বাস তৈরি হয়েছে তা দূর করতে হবে এবং বিশ্বাস পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
মির্জা ফখরুল আরও বলেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসও নির্বাচনের পক্ষে এবং বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠকে তিনি দৃঢ় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাঁর মতে, অন্যান্য রাজনৈতিক দলও জানে যে নির্বাচন আসন্ন এবং এ নিয়ে বিভিন্ন আলোচনা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
বিএনপির মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী নির্বাচনকালীন সময়ে সতর্ক থাকলেও বাংলাদেশের রাজনৈতিক সংকটের সহজ সমাধান নেই। দেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যা জনআস্থা নষ্ট করছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, মব ভায়োলেন্স, বাড়িঘর ধ্বংস কিংবা শিল্পকারখানা জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা অতীতে এতটা পরিকল্পিতভাবে ঘটেনি।
এনসিপি-জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, "রাজনীতির স্বাভাবিক বৈশিষ্ট্যই হলো দর-কষাকষি। রাজনৈতিক দলগুলো সবসময় নিজেদের পক্ষে সর্বোত্তম কিছু পাওয়ার চেষ্টা করে। এটিকে অপরাধ বলা যায় না। বরং এটিকে আমি রাজনৈতিক দক্ষতা বলব। আজ তারা যেসব দাবি তুলছে, তা আলোচনার মাধ্যমে সমাধান করা কঠিন হলেও অসম্ভব নয়। ইতোমধ্যে বহু আলোচনা হয়েছে এবং আরও আলোচনার সুযোগ রয়েছে।"