নির্বাচনে ঐক্যের ডাক তারেক রহমানের

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
৩ নভেম্বর, ২০২৫ এ ৩:১৬ এএম
ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

রাজনৈতিক অঙ্গনের অস্থিরতা ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্রকে ঘিরে এখনো সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে। তিনি সতর্ক করে বলেন, অভ্যন্তরীণ বিভক্তি ও বিরোধ যদি বাড়তে থাকে, তাহলে প্রতিপক্ষ সেই সুযোগ কাজে লাগাতে পারে। তাই বিএনপির প্রত্যেক কর্মী ও জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী সকলকে নির্বাচনমুখী প্রস্তুতিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

রোববার রাতে রাজধানীর এক হোটেলে ‘প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে’ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান জানান, ৩০০ আসনের অধিকাংশেই বিএনপির মনোনয়ন প্রায় চূড়ান্ত। তিনি বলেন, জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে একাধিক যোগ্য নেতা মনোনয়ন প্রত্যাশা করতেই পারেন, তবে দলীয় সিদ্ধান্তই হবে চূড়ান্ত এবং সেই সিদ্ধান্ত মেনে নেওয়াই বৃহত্তর স্বার্থে প্রয়োজন। তিনি আরও জানান, যারা গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে ছিলেন, এমন ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীকেও সমর্থন দেওয়া হবে।

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে তারেক রহমান বলেন, এবারই প্রথম প্রায় ৫০ লাখ প্রবাসী ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, যা প্রবাসীদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বড় পদক্ষেপ। তিনি জানান, রেমিট্যান্স প্রেরণকারীদের অর্থনীতি ও জাতীয় আয় বৃদ্ধিতে অবদানের স্বীকৃতি দিতে তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

নারী ও শিশু নিরাপত্তাহীনতার বিষয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, আগস্ট মাসে ৯৩ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, গণধর্ষণ হয়েছে ১৪টি এবং ধর্ষণের পর সাতজনকে হত্যা করা হয়েছে। একই সময়ে ৯৮ জন নারী খুন হয়েছেন। তিনি বলেন, এ বাস্তবতায় নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক উদ্যোগ ও রাষ্ট্রীয় সুরক্ষা জরুরি হয়ে পড়েছে।

বর্তমান সরকারের রাজনৈতিক কৌশল ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশেও বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকারের আচরণ নিয়েও সংশয় তৈরি হয়েছে, যা গণতন্ত্রের পথে নতুন সংকট সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সদস্যসহ নেতারা বক্তব্য দেন।