স্বপন ফকিরের

নির্বাচনের পরিস্থিতি বিদ্যমান, তারিখ ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ জুলাই, ২০২৫ এ ১২:২৮ এএম
ধনবাড়ীতে বিএনপি'র বর্ধিত সভায় সাংবাদিকদের সাথে কথা বলছেন, বিএনপি'র নির্বাহী সদস্য স্বপন ফকির । ছবি: আজকের প্রথা

ধনবাড়ীতে বিএনপি'র বর্ধিত সভায় সাংবাদিকদের সাথে কথা বলছেন, বিএনপি'র নির্বাহী সদস্য স্বপন ফকির । ছবি: আজকের প্রথা

বাংলাদেশের জনগণ নির্বাচন নিয়ে মুখিয়ে আছে। অধিকাংশ দল নির্বাচন চায়। দেশে বর্তমানে নির্বাচন করার উপযোগী পরিবেশ বিরাজ করছে। তাই যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। তিনি বলেন, যত দ্রুত ক্ষমতা হস্তান্তর হবে, দেশের জন্য ততটাই মঙ্গল।

শনিবার (৫ জুলাই) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপি’র বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ধনবাড়ী সরকারি কলেজ মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যকার সাম্প্রতিক বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বর্তমানে দেশে নির্বাচন হওয়ার মতো পরিবেশ রয়েছে। "অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশ ভালোভাবেই পরিচালনা করছেন। দেশের সার্বিক পরিস্থিতিও ভালো রয়েছে। তিনি এখন কেবল সিইসির সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণার অপেক্ষায় আছেন। বিএনপি আশা করছে, শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা হবে।”

তিনি আরও বলেন, বিএনপি দেশের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।

ধনবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান।

বক্তব্য রাখেন— বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট সুরুজ্জামান, টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবাহান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মসহব্বত, সদস্য কামাল হোসেন তালুকদার মিন্টু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক ফেরদৌস ফকির রতন ও সদস্য সচিব আলী আল শাফি রিমু প্রমুখ।

 

আজকের প্রথা/এআরএল