বিএনপি নেতা বুলুর অভিযোগ

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হতে না দেওয়ার ষড়যন্ত্র করছে জামায়াত

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
২৮ আগস্ট, ২০২৫ এ ৬:৪৩ এএম
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু । ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু । ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু অভিযোগ করেছেন, আগামী নির্বাচনে তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে না পারেন, সে জন্য জামায়াতে ইসলামী ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী এই রাজনৈতিক দল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। পিআর পদ্ধতির অজুহাত তুলে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু দেশের মানুষ এখন নির্বাচনমুখী হয়ে গেছে।

বুধবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। বুলু স্পষ্ট ভাষায় জানান, ‘‘পিআর কিংবা টিআর আমরা বুঝি না। আগে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেই পদ্ধতিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অন্যথায় দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে।’’

তিনি আরও বলেন, ১৯৯৬ সালে জামায়াত আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে ১৭৩ দিন হরতাল পালন করেছিল। একই বছরে খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচন করে তারা মাত্র তিনটি আসনে জয় পেয়েছিল। এমনকি ১৯৪৭ সালেও জামায়াত দেশের পক্ষে ভোট দেয়নি, বরং অবিভক্ত ভারতের পক্ষে অবস্থান নিয়েছিল। তাই এই দল কখনোই দেশের স্বার্থে কাজ করেনি, বরং সবসময় দেশের বিপক্ষে অবস্থান নিয়েছে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে বুলু বলেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস জনগণের ইচ্ছা অনুধাবন করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, কেবল একটি নির্বাচিত সরকারই দেশে সুশাসন ফিরিয়ে আনতে পারবে। আওয়ামী লীগ সরকারের সময়ে পাচারকৃত অর্থও নির্বাচিত সরকারের অধীনে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

বিএনপির এই নেতা বলেন, ‘‘খালেদা জিয়ার মতো নেত্রী আর নেই। তিনি দেশের জন্য নিজের জীবন বিসর্জন দিতে প্রস্তুত। শেখ হাসিনা তাকে জেলে নিয়ে স্লো-পয়জন দিয়ে হত্যার চেষ্টা করেছে।’’ তিনি আরও স্মরণ করিয়ে দেন, জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে একটি মানচিত্র উপহার দিয়েছিলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুল হুদা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, আবুল কালাম, মোস্তাক মিয়া, উৎবাতুল বারী আবু এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।