ড. ইউনূসের সঙ্গে বিএনপি মহাসচিব কেন, প্রশ্ন ফজলুর রহমান


ছবি :সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মহাসচিবের নিউইয়র্ক সফরে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।
তিনি মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “ড. ইউনূসের সঙ্গে বিএনপি মহাসচিব যাবেন কেন? জামায়াতের আমির কিংবা মহাসচিব তো যাননি।” তাঁর মতে, এ ধরনের সফরে অংশ নেওয়া সাধারণ মানুষের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করছে না।
ফজলুর রহমান আরও বলেন, “সারা দেশের গুঞ্জন এখন একই সুরে ধ্বনিত হচ্ছে। মানুষ বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না। কারণ, এক বছর আগে ড. ইউনূসের যে সুনাম ছিল, তা এখন অনেকটাই ম্লান। তিনি এখন দুর্নামের তলানিতে অবস্থান করছেন। বিএনপির মহাসচিব কেন সেই দায় নিতে যাবেন?”
তিনি সমালোচনা করে বলেন, “একটি অরেজিস্টার্ড দলের (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের সঙ্গে একই প্রোটোকলে কেন যাবেন বিএনপি মহাসচিব? এনসিপির যাত্রা এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি। এমন অবস্থায় তাদের সঙ্গে সম্পৃক্ততা রাজনৈতিকভাবে সঠিক বার্তা দিচ্ছে না।”
সাক্ষাৎকারে তিনি আরও মন্তব্য করেন, “মানুষ ভাবছে, বিএনপি কি এতটাই অসহায় হয়ে গেছে যে, কারও সঙ্গে না গেলে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই? রাজনীতিতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।