জাতীয় নির্বাচনে দায়িত্বশীল ভূমিকার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই, ২০২৫ এ ৩:৪২ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবেগপ্রবণ কিংবা ভুল সিদ্ধান্তের কারণে যেন ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো চরমপন্থা, ফ্যাসিবাদ বা একনায়কতন্ত্রের পুনর্বাসন না ঘটে—সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘২৪-এর গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে’ আয়োজিত এক আলোচনা সভায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “জাতীয় নির্বাচন আসন্ন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এই আন্দোলনে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। তাই কোনো আবেগ বা ভুল সিদ্ধান্ত যেন আবার চরমপন্থাকে সুযোগ করে না দেয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদমুক্ত ও ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের যথার্থ মর্যাদা দিতে পারি। এটি শহীদদের ঋণ শোধের একটি বড় সুযোগ।”

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খান, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।