ছাত্রদলের প্রশংসায় সারজিস-জানালেন ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই, ২০২৫ এ ৮:৪২ এএম
সারজিস আলম। ছবি : সংগৃহীত

সারজিস আলম। ছবি : সংগৃহীত

ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচি শহীদ মিনার থেকে সরিয়ে শাহবাগ মোড়ে নেওয়ার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (৩০ জুলাই) দুপুরে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিএনপি ও ছাত্রদলকে ধন্যবাদ জানান।

সারজিস বলেন, “আমাদের অনুরোধের প্রেক্ষিতে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় আমরা কৃতজ্ঞ। এই পদক্ষেপ প্রমাণ করে পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যই ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অন্যতম উপাদান।”

ছাত্রদল জানায়, ৩ আগস্টের ছাত্র সমাবেশটি শহীদ মিনার থেকে সরিয়ে শাহবাগে অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্তের পেছনে এনসিপির অনুরোধকে সম্মান জানানোর বিষয়টিই মুখ্য ভূমিকা রেখেছে। ছাত্রদল জানায়, তারা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে শহীদ মিনারে সভার প্রস্তুতি নিয়েছিল।

সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমরাই প্রথম কর্মসূচি ঘোষণা করেছিলাম এবং যথাযথ অনুমতিও পেয়েছিলাম। তবুও গণতান্ত্রিক সহাবস্থানের স্বার্থে আমরা অনুষ্ঠানস্থল পরিবর্তন করেছি।”

তিনি আরও বলেন, “আমরা শিক্ষাঙ্গনে পজিটিভ, সহনশীল ছাত্ররাজনীতি চাই। যেখানে থাকবে পারস্পরিক শ্রদ্ধা ও গণতান্ত্রিক মূল্যবোধ।”

সংবাদ সম্মেলনে ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন—নাছির উদ্দিন নাছির, আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, শ্যামল মালুম ও আমানউল্লাহ আমান।