খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভুটান রাষ্ট্রদূত


খালেদা জিয়াকে শুভেচ্ছা জানালেন ভুটানের রাষ্ট্রদূত : ছবি সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো খারমা হামু দর্জি। সোমবার (২১ জুলাই) রাত ৯টার দিকে রাজধানীর গুলশানের ফিরোজা বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ভুটানের রাষ্ট্রদূত খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবন ও বাংলাদেশের রাজনীতিতে তার অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় তিনি বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়েও আলোচনা হয় বলে একটি সূত্র জানিয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, আঞ্চলিক রাজনীতি ও পারস্পরিক সমঝোতার বিষয়গুলো আলোচনায় স্থান পায়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, রাষ্ট্রদূতের এই সৌজন্য সাক্ষাৎ সম্পূর্ণ কূটনৈতিক প্রটোকল অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, রাষ্ট্রদূত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন এবং তাকে চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় সহানুভূতির বার্তা দেন।
প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি বর্তমানে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। কয়েক দফা তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার দাবি উঠলেও সরকারিভাবে অনুমতি না পাওয়ায় তা সম্ভব হয়নি।
বেগম খালেদা জিয়া দেশের অন্যতম অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর সঙ্গে বিদেশি কূটনীতিকদের সাক্ষাৎ রাজনৈতিক ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
এই সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিভিন্ন আলোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে বিএনপির অবস্থান পুনরুজ্জীবনের অংশ হিসেবে দেখছেন। যদিও বিএনপির পক্ষ থেকে বিষয়টিকে সম্পূর্ণ সৌজন্যমূলক এবং ভদ্রতার পরিচায়ক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।