খালেদা জিয়াকে নির্যাতনকারী কারা কর্মকর্তাদের বিচারের দাবি মির্জা আব্বাসের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট, ২০২৫ এ ৯:৩৭ এএম
খালেদা জিয়ার ওপর নির্যাতনের বিচার দাবি - মির্জা আব্বাসের।ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার ওপর নির্যাতনের বিচার দাবি - মির্জা আব্বাসের।ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসকালীন সময় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ তুলে দায়ী কারা কর্মকর্তাদের বিচারের দাবি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, “কারাগারে দেশনেত্রী খালেদা জিয়াকে চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। যে কক্ষে তাকে রাখা হয়েছিল, সেটি ছিল পরিত্যক্ত ও অস্বাস্থ্যকর। সেখানে ইঁদুর ও পোকামাকড় চলাফেরা করতো। কয়েকজন ডেপুটি জেলার ও জেলার তাকে ছাদের উপর একটি কক্ষে অন্যায়ভাবে রেখেছিল।” শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে মির্জা আব্বাস এ বক্তব্য দেন। তিনি এসময় কারাবন্দি জীবনে খালেদা জিয়ার ওপর ঘটে যাওয়া সকল নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করেন।

২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের মামলায় ১৭ বছরের দণ্ডে কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। স্যাঁতসেঁতে পুরনো কারাগারে বিনা চিকিৎসায় থাকার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদন একাধিকবার জানালেও তৎকালীন সরকার তা প্রত্যাখ্যান করে।

২০২০ সালের ২৫ মার্চ, কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে ছয় মাসের জন্য তার সাজা স্থগিত করা হয় এবং গুলশানের বাসা ‘ফিরোজা’য় শর্তসাপেক্ষে রাখা হয়। পরবর্তীতে ৬ আগস্ট তিনি সম্পূর্ণ মুক্তি লাভ করেন।

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শুক্রবার রাজধানীসহ সারাদেশের মসজিদ, এতিমখানা ও মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।