অন্তর্বর্তী সরকারের এক বছরের কাজের শ্বেতপত্র প্রকাশের দাবি বাসদের


ছবিঃ সংগৃহীত
জুলাই হত্যাকাণ্ডের বিচার, প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার, নির্বাচনের সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা এবং অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরের কার্যক্রমের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
বৃহস্পতিবার (৩ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি তুলে ধরা হয়।
সমাবেশে বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সহ-সভাপতি জয়নাল আবেদীন মুকুল, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সদস্য ইশরাত জাহান লিপি এবং ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ।
বক্তারা বলেন, আগামী মাসেই জুলাই আন্দোলনের এক বছর পূর্ণ হতে চলেছে। ওই সময়ে জনগণের অদম্য আন্দোলনের মাধ্যমে একটি স্বৈরাচারী শাসনের পতন ঘটানো হয়। তবে এক বছরের মাথায়ও আহত-নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। আহতদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণে সরকারের টালবাহানা এখনো চলমান, ফলে আহতরা বারবার রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন।
তারা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে মব সন্ত্রাস বেড়েছে, যার বিরুদ্ধে সরকারের কার্যকর পদক্ষেপ নেই। বরং কিছু ক্ষেত্রে সরকার পক্ষ উসকানির ভূমিকায় থেকেছে। বিশেষ করে নারী, আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
বক্তারা অভিযোগ করেন, সংস্কারের কথা বলা হলেও বাস্তবে যেসব বিষয়ে সাধারণ ঐকমত্য রয়েছে, সেগুলোর বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। বর্তমান আলোচনাগুলোতে শ্রমজীবী, দলিত ও প্রান্তিক জনগণের প্রতিনিধিত্ব নেই, ফলে কাঠামোগত পরিবর্তন ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়।
আজকের প্রথা/এআর