হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে বিচারকাজ শুরু


দুর্নীতির মামলায় হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন। ছবি : সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ মামলাগুলোতে অভিযোগ গঠন করেন। একইসঙ্গে, আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তিনি।
দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম গণমাধ্যমকে জানান, “তিনটি মামলার একটিতে শেখ হাসিনাসহ ১২ জন, দ্বিতীয়টিতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং তৃতীয়টিতে শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ১৮ জন আসামি রয়েছেন।”
আদালত সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ আগস্ট দিন নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন তিনি।