সরকারিভাবে রাশিয়ান শিপ নির্মাণ খাতে নিয়োগ বিজ্ঞপ্তি


আন্তর্জাতিক শ্রমবাজারে নতুন চাকরি, বোয়েসেল রাশিয়ায় চাকরি বিজ্ঞপ্তি । ছবি : সংগৃহীত
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সরকারিভাবে রাশিয়ায় চাকরির সুযোগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩ আগস্ট রোববার বোয়েসেলের সহকারী মহাব্যবস্থাপক নোমান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের অবশ্যই আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পে—বিশেষ করে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর বা অনুরূপ দেশে—কমপক্ষে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদের তালিকা ও বেতন:
১. শিপ পেইন্টার (Ship Painter)
পদসংখ্যা: ৫০
মাসিক বেতন: ৪৫,০০০ রুবল
২. শিপ মেশিন ফিটার (Ship Machine Fitter)
পদসংখ্যা: ২০
মাসিক বেতন: ৫০,০০০ রুবল
৩. ইলেকট্রিক অ্যান্ড গ্যাস ওয়েল্ডার (Electric and Gas Welder)
পদসংখ্যা: ৩০
মাসিক বেতন: ৬০,০০০ রুবল
৪. মেটাল শিপ হাল অ্যাসেম্বলার (Metal Ship Hull Assembler)
পদসংখ্যা: ৩০
মাসিক বেতন: ৬০,০০০ রুবল
রুবলের আনুমানিক মান: ১ রুবল ≈ ১.৫০ টাকা
চাকরির শর্তাবলি:
-
প্রার্থীদের ইংরেজি ভাষায় পারদর্শিতা থাকতে হবে। রাশিয়ান ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।
-
সংশ্লিষ্ট কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
-
চাকরির মেয়াদ এক বছর (নবায়নযোগ্য)।
-
শিক্ষানবিশকাল তিন মাস।
-
থাকার ব্যবস্থা (আসবাবসহ) ও প্রাথমিক চিকিৎসা নিয়োগকর্তা বহন করবে।
-
খাবারের ব্যবস্থা কর্মীর নিজস্ব।
-
চাকরিতে যোগদানের এবং চাকরি শেষে দেশে ফেরার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।
-
বছরে ৩–৫ মাস -১১° থেকে -৩০° সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে। ঠান্ডা বা অ্যালার্জির প্রবণতা থাকলে আবেদন না করাই ভালো।
-
অন্যান্য শর্তাবলি রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা নিচের লিংকে সরাসরি আবেদন করতে পারবেন। বোয়েসেলের কোনো এজেন্ট বা সাব-এজেন্ট নেই। কর্মী নির্বাচন বোয়েসেল নিজেই করে।
আবেদন লিংক: https://brms.boesl.gov.bd/
অফিস ঠিকানা: প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা), ৭১–৭২, ইস্কাটন গার্ডেন, ঢাকা।