অর্থ উপদেষ্টা

সময় কম, ফেব্রুয়ারির মধ্যেই অর্থনৈতিক সংস্কার সম্পন্ন করার লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ আগস্ট, ২০২৫ এ ৮:১৬ এএম
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন সময়সূচি ঘোষণা করেছেন। এই স্বল্প সময়ে দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে যতটা সম্ভব সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর মিরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান, সরকারের হাতে সময় খুব সীমিত এবং এই সময়ের মধ্যেই যতটা সম্ভব অর্থনৈতিক খাত সংস্কার করে যাওয়াই এখন মূল লক্ষ্য। অর্থ উপদেষ্টা বলেন, “গতকাল নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে। আমাদের হাতে এখন সময় অল্প। আমরা দ্রুত চলে যাব। তাই এই সময়ের মধ্যেই যতটা সম্ভব অর্থনীতির সংস্কার করে যেতে চাই।” তিনি আরও বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি বারবার বলার প্রয়োজন নেই। জীবনের মতোই এটি বহমান। আমরা কিছু উদ্যোগ নেবো, কিছু কাজ শুরু করে দিয়ে যাবো।”

আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক খাতে ‘ব্যাপক লুটপাটের’ অভিযোগও উত্থাপন করেন সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর, যিনি আমার ছাত্র ছিলেন, বলতেন, ‘আমি আইএমএফে ১০০টি দেশে কাজ করেছি, কিন্তু এমন অবস্থা কোথাও দেখিনি, যেখানে ৮০ শতাংশ অর্থ ঋণগ্রহীতারা আত্মসাৎ করে।’” তিনি আরও জানান, “একটি ব্যাংকে ২০ হাজার কোটি টাকা থাকলে এর মধ্যে ১৬ হাজার কোটি টাকা গায়েব হয়ে গেছে। যেখানে সাধারণ মানুষের আমানতও ছিল।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইন। এতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।