রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজার সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
২৫ আগস্ট, ২০২৫ এ ৫:৪৬ এএম
কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি:সংগৃহীত

কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি:সংগৃহীত

রোহিঙ্গা ইস্যু নিয়ে শুরু হওয়া তিন দিনের আন্তর্জাতিক স্টেকহোল্ডার সংলাপের উদ্বোধন করতে কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার সকালে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।

কক্সবাজারের হোটেল বে ওয়াচে অনুষ্ঠিত এই সংলাপের শিরোনাম দেওয়া হয়েছে “স্টেকহোল্ডারস’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন”। এতে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, জাতিসংঘ ও অন্যান্য বৈশ্বিক সংস্থার প্রতিনিধি এবং রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধি।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, এই সংলাপ মূলত আগামী সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের বৈঠকের প্রস্তুতিমূলক ধাপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রোহিঙ্গা শরণার্থীদের সরাসরি অংশগ্রহণ। তারা তাদের বাস্তব অভিজ্ঞতা, আশা-আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ প্রত্যাশা তুলে ধরবেন, যা আন্তর্জাতিক আলোচনায় প্রতিফলিত হবে।

সংলাপটি চারটি মূল অধিবেশনের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে। এর মধ্যে রয়েছে—মানবিক সহায়তা ও তহবিল সংকট নিরসন, মিয়ানমারের রাখাইন রাজ্যে আস্থা পুনর্গঠনের উদ্যোগ, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদি টেকসই সমাধানের কৌশল। আলোচনার শেষে একটি ‘চেয়ার’স সামারি’ প্রণয়ন করা হবে, যা পরবর্তী আন্তর্জাতিক সম্মেলনের জন্য গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের পর বাংলাদেশে প্রায় আট লাখ রোহিঙ্গা আশ্রয় নেন। সেই থেকে বাংলাদেশ কূটনৈতিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করে সংকট নিরসনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।