রায়েরবাজারে গণকবর থেকে অজ্ঞাত লাশ উত্তোলন শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ আগস্ট, ২০২৫ এ ৯:০০ এএম
আন্তর্জাতিক শ্রমবাজারে নরাজধানীর রায়েরবাজার কবরস্থান।  ছবি  সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমবাজারে নরাজধানীর রায়েরবাজার কবরস্থান। ছবি সংগৃহীত

রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই ও আগস্ট মাসে দাফনকৃত অজ্ঞাতনামা মরদেহগুলোর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের লক্ষ্যে আজ সোমবার (৪ আগস্ট) বিকাল ৩টায় লাশ উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে।

তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের অনুমতি অনুযায়ী রায়েরবাজার গণকবরে শায়িত মরদেহগুলো উত্তোলন করা হচ্ছে। প্রতিটি মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করে সংরক্ষণ করা হবে, যাতে ভবিষ্যতে পরিচয় নিশ্চিত করা এবং মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা সম্ভব হয়।

এডিসি জুয়েল রানা আরও জানান, আজ বিকাল ৩টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিআইডির ফরেনসিক টিম এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে মরদেহ উত্তোলন ও ডিএনএ প্রোফাইল সংরক্ষণের প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে ২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন করেন। তিনি বলেন, এখানে ১০০ জনেরও বেশি অজ্ঞাত লাশ দাফন করা হয়েছে, যাদের অনেককেই শনাক্ত করা যায়নি। বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্তের কাজ শিগগিরই সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, পূর্বে অনেক পরিবার লাশ উত্তোলনে সম্মতি না দিলেও বর্তমানে তারা সম্মত হয়েছেন। কেউ চাইলে মরদেহ নিজ গ্রামের বাড়িতে স্থানান্তরের সুযোগও থাকবে।

সরকারি হিসাব অনুযায়ী, রায়েরবাজার কবরস্থানে বর্তমানে মোট ১১৪টি অজ্ঞাত লাশ দাফন করা হয়েছে।