রংপুরে বউভাত থেকে ফেরার পথে বাস পুকুরে, নিহত ৩


দুর্ঘটনাকবলিত বাসটি পুকুরে পড়ে আছে । ছবি: সংগৃহীত
রংপুরের পীরগাছায় বউভাত খেয়ে ফেরার পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়, এতে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রংপুর-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের পীরগাছার বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, রংপুর সিটি করপোরেশনের নজিরেরহাট এলাকা থেকে প্রায় ৫০-৬০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ফেরার পথে দেউতি বেলতলা বাজারের কাছে, জব্বারের দোকানসংলগ্ন এলাকায় পৌঁছালে একটি বাসকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনা ঘটে। রাস্তার ভাঙা অংশে গাড়ির বাঁ চাকা দেবে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে যায়।
পীরগাছা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করে। পুকুর থেকে বাসটি উদ্ধারের পাশাপাশি আশপাশে তল্লাশি চালানো হয়। দুর্ঘটনায় আহত ও নিহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন জানান, আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি এখনো পুকুরে রয়েছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
আজকের প্রথা / মে-হা