বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট, ২০২৫ এ ৪:০৭ এএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ রোববার তিনটি দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে অংশ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, রোববার বিকাল ৩টায় বিএনপির সঙ্গে নির্বাচন ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। এরপর বিকাল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামী এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বৈঠক হবে।

প্রধান উপদেষ্টার নেতৃত্বে যমুনায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন বলে প্রেস সচিব জানান।

এর আগে সমসাময়িক ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনকালীন প্রক্রিয়া ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই এসব আলোচনার মূল উদ্দেশ্য বলে জানা গেছে।