স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট

বাংলাদেশে স্টারলিংক চালুতে সরকারের উদ্যোগের প্রশংসা করলেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই, ২০২৫ এ ১১:১৫ এএম
প্রধান উপদেষ্টার সঙ্গে লরেন ড্রেয়ারের বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে লরেন ড্রেয়ারের বৈঠক

বাংলাদেশে স্টারলিংক কার্যক্রম চালুতে সরকারের উদ্যোগ ও দক্ষতা প্রশংসা করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। শুক্রবার (১৮ জুলাই) প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে যমুনায় তাঁর বাসভবনে এক বৈঠকে তিনি এ প্রশংসা করেন।

লরেন ড্রেয়ার বলেন, “আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। কিন্তু বাংলাদেশে যেভাবে সমন্বিত, দ্রুত এবং দক্ষতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা অভূতপূর্ব। স্পেসএক্সের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ। আমরা বাংলাদেশ সরকারের টিমের সঙ্গে কাজ করতে উদ্‌গ্রীব।”

এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূস জানান, বর্ষাকালে বাংলাদেশে বন্যা ও জলাবদ্ধতার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এমন পরিস্থিতিতে নির্ভরযোগ্য প্রযুক্তি ও শক্তিশালী ইন্টারনেট সংযোগ অত্যন্ত জরুরি। বিশেষ করে পার্বত্য ও দুর্গম এলাকায় উন্নত সংযোগ দেশের উন্নয়নের জন্য অপরিহার্য।

তিনি বলেন, “আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছি। এসব এলাকার স্কুল, শিক্ষক ও চিকিৎসকের ঘাটতি রয়েছে। ডিজিটাল শিক্ষা কার্যক্রম বিচ্ছিন্ন জনগোষ্ঠীর জন্য বড় সুবিধা এনে দেবে।”

স্বাস্থ্যসেবার প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “ডিজিটাল স্বাস্থ্যসেবায় আমরা জোর দিচ্ছি, যেন প্রত্যন্ত অঞ্চলের মানুষ ঘরে বসেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে পারেন। অনেক নারী গর্ভাবস্থায় শহরে চিকিৎসকের কাছে যেতে পারেন না। ডিজিটাল সেবার মাধ্যমে তারা সরাসরি ডাক্তারদের পরামর্শ পাবেন।”

তিনি আরও বলেন, “বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিরাও এ সেবায় উপকৃত হবেন। ভাষার সমস্যার কারণে অনেকে বিদেশি চিকিৎসকের সঙ্গে কথা বলতে দ্বিধায় ভোগেন। এখন তারা সহজেই বাংলাদেশি চিকিৎসকের সঙ্গে সংযুক্ত হতে পারবেন।”

ড. ইউনূসের দৃষ্টিভঙ্গির প্রশংসা করে লরেন ড্রেয়ার বলেন, “আপনি দুর্নীতির বিরুদ্ধে যেভাবে শক্ত অবস্থান নিয়েছেন এবং প্রযুক্তি ব্যবহার করে সেবার বিকেন্দ্রীকরণ ঘটাতে চাচ্ছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনার দৃষ্টান্ত অন্য দেশগুলোর জন্যও অনুকরণীয় হতে পারে।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালট্যান্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তাইয়েব, বিআইডিএ ও বিইজেডএর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

 

আজকের প্রথা/এআর