বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদের কোনও অবস্থান নাই । ছবি : সংগৃহীত
বাংলাদেশে এখন জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “এখন দেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই। জঙ্গিবাদ নির্মূলে আমরা সফল হয়েছি।”
রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মালয়েশিয়ায় বাংলাদেশিদের জঙ্গি সংশ্লিষ্টতা নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “দেশে যাদের ফেরত পাঠানো হয়েছে, তারা কেউ জঙ্গি নয়। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রেস রিলিজও দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “মালয়েশিয়ার পুলিশের চিফ যে পাঁচজনের কথা বলেছেন, তারা এখনো দেশে ফেরেননি। তাদের ব্যাপারে আমরা সরকারি পর্যায়ে যোগাযোগের চেষ্টা করছি এবং তদন্ত করব। তবে বাংলাদেশে তাদের কোনো জঙ্গি সম্পৃক্ততা নেই।”
মালয়েশিয়ার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাংলাদেশের পাঁচজন নাগরিকের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ আনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি এখনো জানি না তিনি (আইজিপি) ঠিক কী বলেছেন। আমরা সরকারি কোনো বার্তা এখনো পাইনি। বিভিন্ন অনানুষ্ঠানিক মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে।”
জঙ্গিবাদ নিয়ে দেশের বর্তমান অবস্থান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আপনাদের (গণমাধ্যমের) সহযোগিতায় বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে। গত ১০ বছরে দেশে জঙ্গিবাদের কোনো ঘটনা ঘটেনি। যখন ছিল, তখন আপনারা রিপোর্ট করেছেন। এখন নেই, তাই এমন কোনো তথ্যও নেই।”
আজকের প্রথা/এআর