প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগে আজহারির নিন্দা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ সেপ্টেম্বর, ২০২৫ এ ১১:১৫ এএম
সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের সমালোচনায় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি। ছবি:সংগৃহীত

সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের সমালোচনায় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি। ছবি:সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগের দাবিকে উপেক্ষা করে সংগীত শিক্ষক নিয়োগের ঘোষণায় নিন্দা জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে তার গভীর উদ্বেগ প্রকাশ করেন।

নিজের পোস্টে আজহারি লেখেন, “আমরা লক্ষ্য করছি— সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগের অভিভাবক মহলের দীর্ঘদিনের দাবিকে অগ্রাহ্য করেছে। পরিবর্তে সংগীত শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে। আমরা এই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই।”

তিনি আরও লেখেন, “মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে প্রাথমিক স্তরে ইসলাম শিক্ষার জন্য কোনো বিশেষায়িত ধর্মীয় শিক্ষক না থাকা অত্যন্ত দুঃখজনক। অথচ সংগীতের মতো বিষয়ের জন্য ডেডিকেটেড শিক্ষক নিয়োগ জন আকাঙ্ক্ষার পরিপন্থি। আমরা চাই আমাদের সন্তানের বিশ্বাস ও মূল্যবোধের নিরাপত্তা।”

আজহারির পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অসংখ্য অনুরাগী পোস্টটিতে মন্তব্য করেন। কেউ সমর্থন জানিয়ে লেখেন, “খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন।” আবার কেউ কেউ মন্তব্য করেন, “মুসলমানরা যুগের পর যুগ শরিয়াহ থেকে বঞ্চিত হয়ে আসছে, এরই ধারাবাহিকতা এই সিদ্ধান্ত।” অনেকেই আজহারিকে ধন্যবাদ জানিয়েছেন বিষয়টি খোলাখুলি আলোচনায় আনার জন্য।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নতুন বিধিমালায় সংগীত ও শারীরিক শিক্ষার জন্য পৃথক শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। এতদিন এসব বিষয় অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমে পরিচালিত হলেও এখন থেকে প্রতিটি বিদ্যালয়ে আলাদা শিক্ষক থাকবেন।