প্রধান উপদেষ্টার ‘কাউন্টডাউন শুরু’ পোস্ট দেওয়া সেই ম্যাজিস্ট্রেট তাপসী চাকরিচ্যুত


ছবিঃ সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার দায়ে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) তাপসী তাবাসসুম ঊর্মিকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (০২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত বছরের ৬ অক্টোবর নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেন তাপসী তাবাসসুম। সেই পোস্টে তিনি লিখেছিলেন:
“সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।”
এছাড়াও, তিনি শহীদ আবু সাঈদকে নিয়ে বিরূপ মন্তব্য করেন এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে একাধিক স্ট্যাটাস দেন, যা সামাজিক ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলার মুখোমুখি হন। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি নিরাপত্তার কারণ দেখিয়ে শুনানিতে অংশ না নিয়ে লিখিত জবাব দেন। তার জবাব অগ্রহণযোগ্য হওয়ায় একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।
তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধি অনুযায়ী তাকে ‘চাকরি থেকে বরখাস্ত’ করার গুরুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। তদন্ত প্রতিবেদন, লিখিত জবাব, পারিপার্শ্বিকতা এবং মামলার নথিপত্র বিশ্লেষণ করে দেখা যায়—তার বিরুদ্ধে আনা অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত।
এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-ও বরখাস্তের প্রস্তাবের পক্ষে মত দেয়। রাষ্ট্রপতিও তাকে বরখাস্তের সিদ্ধান্তে অনুমোদন দেন।
আজকের প্রথা/এআর