দেশের সম্পদ ‍লুটপাটের তথ্য জাতির সামনে তুলে ধরা হবে-প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট, ২০২৫ এ ৪:৩১ এএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, দেশের সম্পদ লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের কার্যকলাপ জাতির সামনে প্রকাশ করা হবে। তিনি বলেন, এই প্রক্রিয়ায় সব সংস্থাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

রোববার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) মহাপরিচালক আহসান হাবিবকে এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সিআইসির মহাপরিচালক জানান, বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হওয়া প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।

প্রধান উপদেষ্টা বিস্তারিত শোনার পর বলেন, অর্থ পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। এ লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক), সিআইসি, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন, দেশের সম্পদ বিদেশে পাচার রোধে এমন উদাহরণ স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর জাতির সম্পদ লুট করে বিদেশে অবৈধ সম্পত্তি তৈরি করার সাহস না পায়।