২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায়

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট, ২০২৫ এ ৫:৪৪ এএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ছবি সংগৃহীত

২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ এ শুনানি কার্যক্রম শুরু করে। আদালতের আইনজীবী অ্যাডভোকেট মাকসুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন সকালে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে অ্যাডভোকেট মাকসুল্লাহ জানান, সকাল ৯টা থেকে এ মামলার শুনানি শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, দুই মামলার নথি প্রায় ১৫ হাজার ৪৭৭ পৃষ্ঠার। ফলে শুনানিতে দীর্ঘ যুক্তিতর্ক ও তথ্য-প্রমাণ উপস্থাপন করা হবে।

এর আগে, গত ১২ জানুয়ারি হাইকোর্টের রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেওয়া হয়। হাইকোর্টের রায়ে বলা হয়, মামলাটির বিচার প্রক্রিয়া ছিল অবৈধ এবং চার্জশিট আইনি ভিত্তিতে টেকসই নয়। তবে গত ১ জুন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে ওই রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দেয়।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। শেখ হাসিনাসহ শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। অনেকে আজও শরীরে স্প্লিন্টারের যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন, কেউ কেউ চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন।