জুলাই সনদ বাস্তবায়ন আলোচনায় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
৫ অক্টোবর, ২০২৫ এ ৩:১৭ এএম
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন। ছবি : সংগৃহীত

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন। ছবি : সংগৃহীত

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আজ রবিবার (৫ অক্টোবর) আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সনদের প্রস্তাবনা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

সূত্র জানায়, রবিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বৈঠকে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি, নির্বাচনী পরিবেশ তৈরি এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার উপায়। কমিশনের সদস্যরা প্রত্যেক দলের মতামত শুনে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করবেন।

এর আগে সকালে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সেখানে কমিশনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পর্যালোচনা হবে বলে জানা গেছে।

জাতীয় ঐকমত্য কমিশন বিশ্বাস করে, আলোচনার মাধ্যমেই দেশের রাজনৈতিক সংকট নিরসন ও সুশাসনের ভিত্তি স্থাপন সম্ভব হবে। আজকের বৈঠকে সেই লক্ষ্যেই নতুন দিকনির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।