আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় ডিআইজি নাহিদুল আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর, ২০২৫ এ ৮:০২ এএম
সাবেক পুলিশ সুপার নাহিদুল ইসলাম। ছবি:সংগৃহীত

সাবেক পুলিশ সুপার নাহিদুল ইসলাম। ছবি:সংগৃহীত

পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

ডিবির এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে নাহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ চলমান ছিল এবং অবশেষে পরোয়ানার নির্দেশনা অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র জানায়, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম ছমির উদ্দিনের বড় ছেলে ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত হিসেবে নাহিদুল ইসলামের নাম উঠে আসে। এ ঘটনায় তদন্ত-সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতোমধ্যে বেশ কিছু প্রমাণ সংগ্রহ করেছে।

গ্রেফতারের পর নাহিদুল ইসলামকে সংশ্লিষ্ট তদন্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তাকে নিয়ে আইনানুগ প্রক্রিয়া এগিয়ে চলছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা জানান, এই গ্রেফতার চলমান বিচারিক প্রক্রিয়াকে আরও এগিয়ে নেবে এবং মামলার অগ্রগতিতে নতুন দিক উন্মোচিত হতে পারে।