আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে ৭ রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর, ২০২৫ এ ৩:৩১ এএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সাতটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বিকাল ৫টায় বৈঠক শুরু হবে। তবে কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

এর আগে গত রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই। কেউ যদি ভিন্ন কোনো সমাধান খোঁজে, সেটি জাতির জন্য গভীর বিপদের কারণ হতে পারে।

রাজনৈতিক অঙ্গনে এ বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিভিন্ন মহল মনে করছে, নির্বাচনী রোডম্যাপ তৈরিতে এই বৈঠক একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।