ঘটনার চারদিন পর

সড়ক দুর্ঘটনায় আহত ধনবাড়ীর পিআইও'র মৃত্যু

ধনবাড়ি (টাঙ্গাইল) প্রতিনিধি
ধনবাড়ি (টাঙ্গাইল) প্রতিনিধি
২১ জুলাই, ২০২৫ এ ১:৩৫ এএম
ছবি : মৃত টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পিআইও মো. মনজুর রহমান

ছবি : মৃত টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পিআইও মো. মনজুর রহমান

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চার দিন আইসিও তে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পিআইও মো. মনজুর রহমান মারা গেছেন।
রোববার রাত সাড়ে ৮ টার দিকে তার মৃত্যু হয়েছে। ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 
প্রয়াত মনজুরের বাড়ি মানিকগঞ্জ জেলার সদর উপজেলায়।
ইউএনও শাহীন মাহমুদ জানান, গত১৬ জুলাই সকালে ধনবাড়ী শহরের পৌরসভার মোড়ে মোটরসাইকেল যোগে শিশু সন্তানসহ যাওযার পথে পিছন থেকে  আরেকটি মোটরসাইকেল ধাক্কা দেয়। সাথে থাকা শিশু সন্তানসহ  দুর্ঘটনায় পতিত হন তিনি। তিন বছরের শিশুটি হাড় ভেঙে আহত হয়। পিআইও পড়ে গিয়ে  মাথায় মারাত্নক আঘাত প্রাপ্ত হন। তাদের উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার নিউরো সাইন্স হসপিটালে নেয়া হয়। সেখানে অবস্থা খারাপ হয়। পরে তাকে আইসিইউতে রাখা হয়।