শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
১৪ ডিসেম্বর, ২০২৫ এ ৩:২৩ এএম
মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ছবি: সংগৃহীত

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ছবি: সংগৃহীত

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৭টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর সকাল ৭টা ২০ মিনিটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একই স্থানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।

অনুষ্ঠান চলাকালে রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্যরা আনুষ্ঠানিক সালাম জানান। পরিবেশ ছিল গম্ভীর ও শোকাবহ, যা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের স্মরণে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথকভাবে উপদেষ্টামণ্ডলীর সদস্য, শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রীয় এই শ্রদ্ধা নিবেদন জাতির পক্ষ থেকে তাঁদের অবদান স্মরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের মূল্যবোধ তুলে ধরার বার্তা বহন করে।