বিদেশি দূতাবাস ও কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও সরকারি বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদেশে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কূটনীতিক।
মিশন সূত্র জানায়, এ নির্দেশ কোনো লিখিত চিঠি বা ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়নি। বরং টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়েছে। পরে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি অন্য মিশনগুলোতেও পৌঁছে দেওয়ার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের কূটনৈতিক মিশন, কনস্যুলেট, অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরাতে বলা হয়েছে। তবে এখনো অনেক মিশন আনুষ্ঠানিকভাবে এ ধরনের নির্দেশ পায়নি। দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের সঙ্গে যোগাযোগ করলে অন্তত দুটি মিশনের প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদেশে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে জানান, “ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। বিষয়টি লিখিতভাবে আসেনি, তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য মিশনগুলোকে জানিয়ে দেওয়ার পাশাপাশি তদারকি করারও।”
আরেকজন কূটনীতিক বলেন, তাদের অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি জানিয়েছেন। আবার কাছাকাছি একটি মিশনের মাধ্যমেও তারা বিষয়টি জানতে পেরেছেন। যদিও এখনো অনেক দূতাবাসে এ নির্দেশ পৌঁছায়নি, তবে সরকার থেকে আনুষ্ঠানিক বার্তা পাওয়া মিশনগুলো ইতিমধ্যেই তদারকি শুরু করেছে।