দেশের শান্তির জন্য সমঝোতাই একমাত্র পথ: প্রধান উপদেষ্টা

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
১৫ সেপ্টেম্বর, ২০২৫ এ ৫:১৯ এএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক নেতাদের উদ্দেশে বক্তব্য রাখছেন। ছবি:সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক নেতাদের উদ্দেশে বক্তব্য রাখছেন। ছবি:সংগৃহীত

দেশের রাজনৈতিক সংকট নিরসনে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কিছু সিদ্ধান্ত অনেকের কাছে প্রথমে কঠিন মনে হতে পারে, কষ্টও লাগতে পারে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা দেশের শান্তি ও স্থিতি ফিরিয়ে আনবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, “জাতীয় নানা ইস্যুতে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু প্রকৃত সমাধান লুকিয়ে আছে সমঝোতায়। যুক্তির শেষ নেই, তবে জাতির স্বার্থে সমঝোতাই হতে হবে আমাদের অগ্রযাত্রার পথ।”

রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, “যখনই সিদ্ধান্ত নেবেন, তা ঐকমত্য ও সৌহার্দ্যের ভিত্তিতে নিতে হবে। একে অপরের সঙ্গে কোলাকুলি করে গ্রহণ করা সিদ্ধান্তই নির্বাচনকে করবে অর্থবহ ও সার্থক।”

প্রধান উপদেষ্টা মনে করিয়ে দেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান জাতিকে নতুন এক যাত্রার সুযোগ এনে দিয়েছে। তিনি বলেন, “এই সুযোগকে কাজে লাগাতে হলে আমাদের সমঝোতার পথেই এগোতে হবে। নতুন বাংলাদেশ গড়ার একমাত্র সমাধান সমঝোতা।”

জুলাই সনদ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, “এখান থেকে ফেরার আর কোনো পথ নেই। আমরা যে সমঝোতার যাত্রা শুরু করেছি, সেটাই এখন একমাত্র সমাধান। সমঝোতায় না এলে কোনো ফল মিলবে না।”