ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করলো-ইসি


নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার সংবাদ সম্মেলনে উপস্থিত ইসি কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করেছে। এতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনসহ মোট ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রমকে প্রাধান্য দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদ সম্মেলনে এ রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনের সচিব জানান, ভোটের কমপক্ষে ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। প্রধান উপদেষ্টার দপ্তরের নির্দেশনা অনুযায়ী রমজানের আগেই ভোট আয়োজনের প্রস্তুতি চলছে। তার ভাষায়, “আমার মনে হয় ফেব্রুয়ারির ১৭ বা ১৮ তারিখ থেকে রমজান শুরু হতে পারে। তবে এটি নির্ভর করছে চাঁদ দেখার ওপর। সে হিসেবেই নির্বাচনের দিন নির্ধারণ হবে।”
পাহাড়ি অঞ্চলের ভোট আয়োজনকে কেন্দ্র করে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেছে ইসি। রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ির জেলা নির্বাচন কর্মকর্তাদের সম্ভাব্য ভোটকেন্দ্র, কক্ষ সংখ্যা, নিকটবর্তী হেলিপ্যাড ও যাতায়াত ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া, তফসিল ঘোষণার ১০ দিন আগে এসব এলাকায় হেলিকপ্টার চলাচল ও যাতায়াত পরিকল্পনা নির্দিষ্ট করতে হবে। ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপদ ও দ্রুত গমনাগমন নিশ্চিত করার জন্যও আলাদা প্রস্তাবনা প্রস্তুত করতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এসব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজন করা হবে।