গোপালগঞ্জে কারফিউ, থমথমে সকালে সড়কে-বাজারে লোকজন কম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই, ২০২৫ এ ৪:১৯ এএম
গোপালগঞ্জে কারফিউ : ছবি সংগৃহীত

গোপালগঞ্জে কারফিউ : ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে বুধবার গোপালগঞ্জে সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর রাত থেকে শহরজুড়ে কারফিউ জারি রয়েছে। বৃহস্পতিবার সকালেও সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে।

কারফিউ চলমান থাকলেও কিছু লোকজন জরুরি প্রয়োজনে সড়কে বের হয়েছেন। সকাল ৭টা থেকে ৮টার মধ্যে শহরের বিভিন্ন সড়কে পুলিশের তেমন কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

গতকাল এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় হামলা, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলার সাথে যুক্ত ছিলেন বলে অভিযোগ। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪ জন নিহত ও অন্তত ৯ জন গুলিবিদ্ধ হন। এছাড়া অর্ধশতাধিক মানুষ আহত হন।

আজ সকালে শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, এখনো রাস্তায় পড়ে আছে ইটপাটকেল, বাঁশ ও গাছের ডালপালা। অনেক জায়গায় গাছ কেটে রাস্তায় ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

সকাল ৭টার দিকে ঘোনাপাড়া মোড় এলাকায় গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের সামনে একটি রেইনট্রি গাছ কেটে সরাতে দেখা যায় রোজিনা বেগম নামের এক নারীকে। তিনি বলেন, সকালে হাঁটতে বের হয়ে গাছটি পড়ে থাকতে দেখেন এবং সংসারের প্রয়োজনে কিছু ডাল কেটে সরাচ্ছেন।

রাস্তায় গাছ পড়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। তবে সরু রাস্তা দিয়ে ইজিবাইক, মাহিন্দ্রা ও ভ্যান চলাচল করতে দেখা গেছে। লোকজন কম হলেও এসব যানবাহন বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহন করছে।

সকাল সাড়ে আটটা পর্যন্ত শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। তবে বিভিন্ন মোড়ে চায়ের দোকান ও রেস্তোরাঁ খুলে গেছে, যেখানে কিছু মানুষের জটলা দেখা যায়। কাঁচাবাজারের পাশে কিছু ফলের দোকানেও লোকজনের আনাগোনা লক্ষ্য করা গেছে।

শহরের গুরুত্বপূর্ণ এলাকা ঘোনাপাড়া, এলজিইডি মোড়, জেনারেল হাসপাতাল, কোর্ট চত্বর, লঞ্চঘাট ও পুলিশ লাইনস এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। তবে পৌরসভার সামনে কয়েকজন গ্রাম-পুলিশ ও পরিচ্ছন্নতাকর্মী অবস্থান করছিলেন।

কারফিউয়ের কারণে স্থানীয় বাস চলাচল বন্ধ রয়েছে। তবে দূরপাল্লার যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে বলে জানিয়েছেন পরিবহনশ্রমিক আজগার আলী শেখ। গোপালগঞ্জ-টেকেরহাট, গোপালগঞ্জ-ব্যাশপুর ও গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট রুটের বাস চলাচল বন্ধ থাকলেও ঢাকাগামী পরিবহন চলছে।


আজকের প্রথা/মে-হা